আশ্বিনের শুরু দেখে শরতটা যায়,
দূর্বাঘাস চেয়ে আছে আকাশের গায়।
দেখা হবে শিশিরের ভোররাতে এসে,
শিশিরের ফোঁটা নেবে ঘাসগুলো হেসে।


বর্ষার আমেজটা এই বুঝি শেষ,
ভোররাতে মনে হবে শিশিরের দেশ।
ঘাসগুলো পায়ে লেগে ভিজে উঠে তল,
গায়ে তুলে শিহরণ শিশিরের জল।


শেষ রাতে সুনসান নিরবতা লাগে,
শিশিরের ছোঁয়া পেয়ে ঘাসগুলো জাগে।
গাছপালা লতা-পাতা শিশিরটা ধরে,
লতা-পাতা ভিজে জল টপটপ পড়ে।


রাঙা রবি উঠে এসে টেনে নিয়ে যায়,
পাতা ঘাসে রোদ এসে শিশিরটা খায়।
রোদ লেগে পাতা ঘাসে মলিনতা আসে,
শিশিরের দেখা পেলে পুনরায় হাসে।


ভোররাতে খেলা করে শিশিরটা ঘাসে,
এমন মধুর দিন এই মাসে আসে।
আশ্বিনটা শুরু হলো চেয়ে আছি আজ,
কবে জানি মন ভরে শিশিরের সাজ।


হেমন্ত আসবে বলে প্রস্তুতি নেয়,
ইতিটানা শরতের পূর্বাভাস দেয়।
আশ্বিনের আগমনে বুকে দুরুদুরু,
শিশিরের ঘ্রাণ নিয়ে আশ্বিনের শুরু।