আসরের প্রিয় কবি দিয়েছেন ঘুম,
অপেক্ষায় কেটে গেলো কত রবি সোম।
প্রিয়দের সাথে তিনি করেছেন পণ,
হাহুতাশে ভরা আজ পাঠকের মন।


কবিতার পাতা খুলে তাঁর লিখা পাই,
মন্তব্য দেয়ার আজ সুযোগটা নাই।
কেনো জানি মনে হয় আসরটা ফাঁকা,
চলে মন ধীরলয়ে চলে আঁকাবাঁকা।


তিনি শুধু কবি নন সুপাঠক বটে,
মন্তব্যের ফুলঝুরি আছে তার পটে।
নিরিবিলি তাঁর কথা দিনরাত ভাবি,
তাঁর গুণ তুলে ধরা সময়ের দাবি।


পাঠ আর কবিতায় সুনিপুণ হাত,
কলমের খোঁচা লেগে হয় বাজিমাত।
খাতায় আর কলমে যাঁর এতো ধার,
সময়ের দোলাচলে তাঁকে দরকার।


নিজ থেকে নিয়েছেন পাঠ থেকে ছুটি,
পাতাতেও বন্ধ আজ মন্তব্যের খুঁটি।
ভাবনাটা জাগে মনে দিন চলে যায়,
তার কথা ভেবে আজ মরি হায়হায়।


আছে যত অভিমান দূরে সরে যাক,
তাঁকেসহ আসরটা পূর্ণতা পাক।
তার হাতেই ঘুমন্ত মন্তব্যের চাবি,
তিনি যেনো খুলে দেন এটা মূল দাবি।


[উৎসর্গ ঃ শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি মার্শাল ইফতেখার আহমেদ।  যাঁর হাতে আমার লেখালেখির হাতেখড়ি  তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনার্থে আমার অভিপ্রায়টুকু জানালাম।]