আসক্তি ফোটায় ফুল ভালোবাসা মেলে,
যার প্রতি ভালোবাসা তার কাছে গেলে।
ভালোবাসা মুছে গেলে ঋণী হয়ে থাকে,
কাদামাটি যতো থাক হাত নেড়ে ডাকে।
জল কাদা মেখে যাও তবু কাছে পাবে,
কাদামাটি ধুয়ে দিয়ে সবই ভুলে যাবে।


মন দেবে মন নেবে এটা তার নীতি,
আসক্তিটা বেড়ে যাবে নেই ভয় ভীতি।
প্রাণ ভরা আসক্তিটা খাঁটি থাকা চাই,
খাঁটি থাকা আসক্তিটা জমে পাই পাই।
ভালোবাসা খাঁটি হলে ভয় কি বা তাতে,
আসক্তিটা বেড়ে গিয়ে উঠে যায় জাতে।


যার মনে ভালোবাসা ফিকে হয়ে যায়,
প্রাণ ভরা আসক্তিটা পাবে সে কোথায়?
ভালোবাসা ও আসক্তি গলাগলি করে,
যার মনে প্রাণ আছে তার হাত ধরে।
আসক্তির প্রাণ জাগে পথ ঘুরে ঘুরে,
একটুখানি হেঁটে গিয়ে যায় তার নীড়ে।


মন ভুলা নিরামিষ কেনো হয়ে যাও?
আসক্তির মন প্রাণ চেয়ে দেখে নাও।
অসময়ে পাল তুলে কেনো এতো তাড়া?
সময়টাকে না বুঝেই হলে ঘর ছাড়া।
আসক্তি জড়িয়ে আছে স্মৃতিময় পালে,
চোখ তুলে ফিরে দেখো চুমু খায় গালে।


কেনো হলে নেংটা বুড়ো জামাটাকে পড়ো,
বাও বাতাসে উড়ে জামা হাত তুলে ধরো।
আসক্তির এই মনে রং নাই কেনো?
ভুলা মনের হতাশায় নিরাসক্ত যেনো।
খাঁটি মনের ভালোবাসা নিরাসক্ত হয় না,
মনকুঞ্জে বসে বসে গান গায় ময়না।