কেউ বলে নীলকুঠি মোগলদের দান,
ঘাড়ে চাপা কৃষকদের এটা ছিল বান।
কৃষকদের মাঠে মাঠে ছিল নীল চাষ,
নীলকর মজা নেয় বানায় ক্রীতদাস।


অত্যাচারে কৃষককুল নিষ্পেষিত হয়,
অত্যাচার কত ছিলো ধারণার নয়।
নীলকরের ইতিহাস গায় নীলগীতি,
গায়ে লোম খাড়া হয় জাগে ভয়ভীতি।


নীল চাষে নীলকর মধুকর বনে,
লাঠিপেটা ব্যবহার কৃষকের সনে।
করে গেছে নীলকর বাংলায় বাস,
স্মৃতিময় সেই দিন এখন ইতিহাস।


কুঠি থেকে বের করে তার ঘাড় ধরে,
নীলকর মরে গেছে জনরোষে পড়ে।
রয়ে গেছে নীলকুঠি নেই নীল চাষ,
সেইসব স্মৃতি নিয়ে করে বসবাস।


হাসিমুখ পিষে গেছে কৃষকের ঘরে,
নীলকর চলে গেছে মাটি কালো করে।
কালো মাটির কিছু লোক সেই ভাব নেয়,
নীলকরের ছায়া নিয়ে মাথাচাড়া দেয়।


নীলকুঠির প্রীতি ছায়া যারা পেতে চায়,
স্বাধীন মাটির নুন ভাত কেনো তারা খায়?
দ্রুত তুমি ছিন্ন করো ছন্নছাড়া বেশ,
নীলকুঠির দিন শেষ এটা স্বাধীন দেশ।