এলোমেলো বাতাসের বৈশাখী টান,
চাষীভাই করে যায় গরমের স্নান।
তার আছে বানে ভয় মনে দুরুদুরু,
আধাপাকা ধানগুলো কেটে নেয়া শুরু।


বারবার মন যায় আকাশের গায়,
নীলাকাশে চাষীভাই ফিরে ফিরে চায়।
মাঠে গিয়ে পাকা ধান কাটে তড়িঘড়ি,
অতিশয় গরমের আছে ছড়াছড়ি।


দিনভর কাজ করে দুরুদুরু মন,
কাজ নিয়ে মাঠেঘাটে আসে যতোজন।
শিলাবৃষ্টি ঝড় বান বিধাতার রীতি,
শিল পড়া ঝড় বানে আছে ভয়ভীতি।


তাপদাহে খালি গায়ে তার মনোবল,
গামছাটা সাথে নিয়ে আছে অবিচল।
ঝড় আর শিলাবৃষ্টি প্লাবনের ভয়,
পাকা ধান উঠে গেলে হবে তার জয়।


ইরি বোরো পাকা ধান ভরা মাঠঘাট,
দলবেঁধে চাষীভাই কেটে দেয় ছাঁট।
গোলা ভরা ধানগুলো মূল সম্বল,
বেচাকেনা হলো শুরু ব্যস্ত মফস্বল।


পাকা ধান ঘরে তুলে ভরে উঠে মন,
চাষীভাই চাষ করে খায় বহুজন।
ভালো ফলে প্রশাসনও নির্ভার বেশ,
মাঠ থেকে ধান তুলে চলে সারাদেশ।