বারোটায় খুলে যায় কবিতার ডালি,
রাতভর পড়ে থাকে সব এজমালি।
যার যতো মনে চায় তার মতো লিখে,
কেউ শুধু পড়ে যায় কেউ দেখে শিখে।
আমি শুধু পড়ে নয় করি লেখালেখি,
কার মন কি যে চায় চেয়ে চেয়ে দেখি।
কেউ দেখি নিতে চায় অপরের দায়,
তাল কাটা  সময়টা অকারণে যায়।


মিছে ভারী পিছে লেগে শুধু শুধু ডাকে,
তপোবনে তার মনে ভীরু ভাব রাখে।
টাকা কেটে সিকি করে কি যে মজা পায়,
নগরে টগর দেখে কার আসে যায়?
মান যায় যাক তবু কবিতাটা চাই,
খোল ভাব ফুটে উঠে মূল ভাব নাই।