কাটাকাটি  যতো করো, ছায়া যায় সাথে,
তবে কেনো কাটাকাটি, কোন সুখ নিতে?
মনগড়া কথাগুলো, মনে যদি পড়ে,
মূল্য যদি নাই থাকে, কেনো মুখে ঝরে?
বালি দেখে জল দিলে, জল গিলে নেয়,
বালি যদি জল খায়, কেনো জল দেয়?


লেজ দেখে পাড়া দাও, সাপ ফণা তুলে,
ফণা তুলে ঠুকা দেবে, কেনো যাও ভুলে?
বিনা কাজে বাঁশ কাটে, কঞ্চি হাতে ঢুকে,
কাজ যদি নাই থাকে, কাটে কোন দুখে?
হাত ধরে মাফ চায়, দোষ যদি করে,
দোষ যদি নাই থাকে, কেনো হাত ধরে?


ঘুষ খেলে পাপ হয়, মুখে যদি বলে,
জেনেশুনে তবে কেনো, খুলে রাখে থলে?
মিথ্যা বলে পাপ হয়, মুখে বলে যায়,
কাঁড়ি কাঁড়ি মিথ্যা বলে, কোন সুখ পায়?
মুখ দেখে চেনা যায়, যদি তাই হয়,
হাতেনাতে চোর ধরে, কেনো সাক্ষী নেয়?


অর্থ ছাড়া মূল্যহীন, তুমি যদি জানো,
যার কোন অর্থ নেই, তাই কেনো মানো?
যেই কথা আগে বলে, ঝুঁকি আসে ঘাড়ে,
তবু কেনে বুঝেশুনে, মুখে বুলি ছাড়ে?
গোলমুখে বল দেবে, পায়ে বল ধরে,
জেনেশুনে তবে কেনো, ব্যাকপাস করে?


নিজ চোখে জল দাও, জেগে উঠো ধীরে,
বাক্য ব্যয় কেনো করো, বসে থেকে নীড়ে?
বাঁশ হাতে খাড়া আছে, লোকবল চরে,
তুমি যদি ভাগ চাও, কেনো তুমি ঘরে?
সৎ বুদ্ধি যদি থাকে, ভালো কাজ করো,
পরনিন্দা করে করে, কেনো বুলি ছাড়ো?