বেশি নয় কম কথায়, চুপচাপ থাকে,
আদর দিয়ে নিজ সন্তান, দুধেভাতে রাখে।
বিয়ের পর পরের বাড়ি, নিজের বাড়ি হয়,
পরের বাড়ি বরের বাড়ি, কত কথা কয়।
মনের কথা জিইয়ে রেখে, নিচের দিকে চায়,
বেশি কথা বাদ দিয়ে, ঘোমটা টেনে দেয় ।


কষ্টের কথা চেপে রেখে, সবুর করে ওরা,
আপন হয় শ্বশুরবাড়ি,  সব সুবিধা ধরা ।
সব কথা শুনে যায়,  ধারণ করে  মনে,
সময় হলে উশুল করে, হাতে গুণে গুণে৷।


মনের যত জ্বালা আছে, সবই মিটে যাবে,
অতি দ্রুত আগ বাড়িয়ে, যাবে কেন  তবে।
বোবার কোন শত্রু নাই, এটা সবাই জানে,
ঝুট-ঝামেলা বড় করে, পরে সবাই মানে।
মান-সম্মান ধুলোয় মিশে, এ মানার কি  কাম,
ইজ্জত আবরু লুটিয়ে দিয়ে, কিবা আছে দাম।


নিজের ইজ্জত নিজে বাঁচায়, হাড় বক্র করে,
খারাপ সময় পাড়ি দিয়ে, সময় আসলে ধরে।
ঘরের পানি তিতা ভাল, পরের মুখের বুলি,
নিজের খেয়ে আগ বাড়িয়ে, কেন শুনবে গালি।


খারাপ সময় অতীত হয়, সেই তো পায়  চাবি,
কামান গুলা  ছাড়াই তখন, মিটায় তার দাবি।
কাকে কাকে লড়াই করে, সকল কাকই মরে,
বাবুই ছানা চেয়ে দেখে, তার আনন্দ ধরে।
কাঠবিড়ালি আগ ডালে, মুচকি হাসি দেয়,
কাকের বাসায় বিনা বাঁধায়, কাকের ডিম পায়।

বাজে কথায় কান দিয়ে, আগ বাড়িয়ে যায় না,
ঘরে রাখা নিজের ভাত, কাকে এসে খায় না।
নিজের ঘরে চুপটি মেরে, পড়ে থাকাই ভালো,
ঘরের ভাত রক্ষা করে, তাতেই ফিরে আলো।