কৃষকেরা হাহুতাশে করে হায়হায়,
মৌসুমের আলু ক্ষেত জলে ভেসে যায়।
পুতে রাখা আলু বীজ পচনের মুখে,
বৃষ্টির পেরেকটা কৃষকের বুকে।


অসময়ে বৃষ্টির রিনিঝিনি সুর,
টপটপ জল পড়ে শুরু হয় ভোর।
আজকের দিনটায় মৃদু মন্দায়,
জলে ধুয়ে বলে উঠে হেমন্ত যায়।


মাটি আর আকাশের মাঝখানে জল,
গুড়িগুড়ি টানা ঝরে ভাসে সমতল।
রবি ফসলের মুখে বড় বাঁধা আজ,
সারাদিন জল পড়া ঝিরিঝিরি সাজ।


বিরূপ আবহাওয়া দিলো সে আভাস,
খুব কাছে কড়া শীত আগমনী মাস।
বৃষ্টির সাথে সাথে হিম হিম বায়ু,
এই বুঝি শেষ হলো হেমন্তের আয়ু।


বৃষ্টিটা কেটে গেলে কুয়াশার পালা,
গাছপালা গলে নেবে শিশিরের মালা।
কুয়াশায় নিয়ে যাবে হিম হিম ঘরে,
শীত এসে কাবু করে সূর্যাস্তের পরে।


বৃষ্টির টানা জলে ক্ষতিকর ভাব,
জলমগ্ন না হলেই কৃষকের লাভ।
আজ গেলো বারেবারে আকাশেই দৃষ্টি,
মন জুড়ে দাগ কাটে অসময়ে বৃষ্টি।


ঢাকা,ডিসেম্বর ৭, ২০২৩ দুপুর
----------+++++-------------