১৫ আগস্ট সামনে এলে বুকটা কেমন করে,
জাতির পিতার শোকগাঁথা দুঃখ ঘরে ঘরে ।
           মনটা চায় দাবড়িয়ে যাই
           ঘাতক দালাল চিবিয়ে খাই
মনের আগুন জ্বলে দ্বিগুণ গায়ে আগুন ধরে।


কালো অধ্যায় বয়ে চলি ভুলা তাকে যায় না,
দালাল চক্রের চিন্তা করে মন শান্তি পায় না।
           উথাল পাথাল মন আমার
           ঘাতক দালাল সব চামার
ঘাতক দলের শাস্তি ছাড়া কিছুই মনে চায় না।


ভয়াল থাবা মনে পড়লে পরাণ জ্বলে যায়,
চোখের জল গড়িয়ে পড়ে বদলা নিতে চায়।
           এই মন আনচান করে
           বদলার জন্য পুড়ে মরে
ঘাতক দালাল খুঁজে ফিরে কখন তাকে পায়?


তোমার নাম স্মরণ করে নিখিল ধরাধাম,
এই অন্তরে খোদাই করা জাতির পিতার নাম।
           তুমি তো হলে জাতির বাতি
           তোমার গুণে স্বাধীন জাতি
তোমার প্রতি জানিয়ে যাবো আজীবন সালাম।


গ্লানির বোঝা মাথায় নিয়ে চোখের কোণে জল,
তোমার নামে নীরব থাকে আমজনতার দল ।
           সারি সারি ঠায় দাঁড়িয়ে
           ব্যথাতুরে যায় হারিয়ে
কালো ব্যাজটা জামায় পড়ে থামায় কোলাহল ।


আগস্টের এই নৃশংসতার থাবার স্মরণ হলে,
গায়ের পড়া জামা কাপড় ভাসে চোখের জলে।
           শ্রদ্ধাঞ্জলী তোমায় দিয়ে
           তোমার ছবির কাছে গিয়ে
১৫ আগস্ট শোকের ছায়া পালন করে চলে।