উড়ে চলা মেঘ ছাড়া পুরো ছায়াহীন,
পূব মুখে লাল রবি উঠে প্রতিদিন।
বাতাসেরা ঘুম যায় গরমের ফাঁদে,
গরমের তাড়া খেয়ে প্রাণীকুল কাঁদে।


মাঠেঘাটে জল নেই মাটি জুড়ে ধূলা,
হেঁটে গেলে মনে হয় আগুনের চুলা।
কালো মেঘ ঢলে পড়া কৃষকেরা চায়,
কাঠ ফাটা মাঠঘাট দেখে বাড়ি যায়।


সড়কের গায়ে আজ গরমের চোটে,
কিরণের দৃঢ় তাপে পিচ গলে উঠে।
কড়া রোদে পায়ে হেঁটে চলাফেরা দায়,
কৃষকের দিন আজ শুয়ে-বসে যায়।


মেঘকন্যা ডাক দিয়ে কবে পড়ে জল,
কাজ নিয়ে নেমে যাবে মাঠে দলবল।
মাঠেঘাটে জল পেলে ঘরে উঠে ধান,
ধান পেলে কৃষকের বাঁচে জান মান।


বাজ পড়া হাঁক-ডাক মেঘ থেকে শোনা,
আকাশে কালো মেঘের নেই আনাগোনা।
মেঘ ছাড়া আকাশের বাতাসেরা চুপ,
চড়া রোদে জনগণ দেখে তার রূপ।


গাছতলা ভরে যায় ঝরা ফল পড়া,
খরতাপে যার গাছ তার মাথা চড়া।
বারবার চোখ যায় আকাশের পানে,
বাদলেই সমাধান প্রাণীকুল জানে।