বন্ধুর মনে মায়া মমতা, জমে বিন্দু  বিন্দু,  
জীবন  ভর স্বীকার করে,  সেইতো আসল বন্ধু।
যে জন করে  ছল-চাতুরী, সে-তো বন্ধু  নয়,
আসল বন্ধু  সরল মনের,  মনের মত হয়।
কেহ করে বেচা-কেনা, কথা বিক্রি  করে,
বিপদ যখন ঘনিয়ে আসে, আফসোস করে পরে।


আমার  বাড়ি এসো বন্ধু,  খাবে মিষ্টি পান,
মিষ্টি পান  বাড়ায়  মায়া, পানের অনেক ঘ্রাণ।
জীবন ভর থাকবে মনে, থাকবে পানের মজা,
মিষ্টি পানে সেতু বন্ধন, ধরে রাখা সোজা।


নিজের স্বার্থে  জল ঢেলে, বন্ধুর কথা ভাবে,
হৃদয়  ছোঁয়া সব মমতা, এমন বন্ধুই পাবে।
মেঠো পথে হেঁটে  হেঁটে,  কখন যাবে গাঁয়ে?
গাঁয়ের  পথে ছোট নদী, চড়বো আমরা নায়ে।
নদীর  ঘাটে আমার বাড়ি, টাটকা মাছের মেলা,
ধরে আনে টাটকা মাছ, মাছ খেয়ে যায় বেলা।


বাড়ির গাছে ধরছে অনেক, আম জাম লিচু,
তাজা ফল খেয়ে ঘুরবে, মায়ের পিছু পিছু ।
মনের সাধ পূরণ করলে, আমার কথা রাখ,
মনের মত বন্ধু  চাইলে,  সাথে সাথে  থাক।