ভাল যখন বন্ধুর মন, হেসে হেসে খায়,
সবার সঙ্গেই হাসি খুশি, হেসেই শান্তি পায়।
বন্ধু আমার ভাল মনের, কি চমৎকার মন?
ধনী গরীব দুস্থ সকল, সবাই আপনজন।
জাতি গোষ্ঠী নাই ভেদাভেদ, সবার কাছেই যায়,
পাড়ার যত পরশী আছে, সবার খবর নেয়।


সরল মনের এমন বন্ধু, ক’জনেরই বা আছে?
যে জন হারায় মনুষ্যত্ব, জীবনটাই তো মিছে।
সকল মানুষ ভাই ভাই, এই ধারণা যার,
তার কাছে যেই আসুক, ক্ষুন্ন হয়না অধিকার।


সৎ ব্যবহার সবাই কর, সবাই শিক্ষা নাও,
যার আছে রুক্ষ স্বভাব, তার কাছে যাও।
ফিরে পাবে সৎ গুণাগুণ, জীবন পাল্টে যাবে,
পাড়ার সকল ভাই-বোনেরা, আপন করে নেবে।
তোমার অভ্যাস পাল্টে যাবে, পাবে পুরস্কার,
নতুন জীবন ফিরে পাবে, ঘুছবে অন্ধকার।


নিজে যখন ভালো হবে, সবার চাবে ভালো,
সুস্থ্য সমাজ গড়ে উঠবে, চারধিকে ছড়াবে আলো।
থাকে যদি এমন বন্ধু, কেমনে যাব ভুলে?
সারাজীবন তাকে আমি, রাখবো মাথায় তুলে।