গাছে গাছে পাকা ফল গ্রীষ্মের শোভা,
আম জাম লিচু কলা সব মনোলোভা।
গাছ পাকা ফল দেখে জিভে আসে জল,
ফল খেয়ে জিভে জল করে টলমল।


বর্ষায় জলে ভাসে বাংলার কোল,
জলে ভাসা নায়ে চড়ে মনে লাগে দোল।
সুখের দুয়ারে মনে মেঠো সুর উঠে,
সুশীতল জল পেয়ে অজানায় ছুটে।


শোভাময় বীথিগুলো শরতেই দোলে,
কাশবন ভরে উঠে সাদা সাদা ফুলে।
আকাশের চারিধারে লাল বেনারসি,
সন্ধ্যাটা নেমে আসে উঠে যায় শশী।


ঝলমলে নীলাকাশ হেমন্ত আনে,
চাঁদ রাতে মন তরী জোছনায় টানে।
ভোর রাতে ছুটে আসে শিশিরের জল,
জল কণা ঝরে ঝরে করে সুশীতল।


শীত এসে কুয়াশায় ঘুর পাক খায়,
বেলা শেষে ঘুম পায় কম্বল গায়।
কৃষকের ঘরে উঠে গোলা ভরা ধান,
পিঠাপুলি খেয়ে খুঁজে বাটা ভরা পান।


মনে উঠে গুনগুন বসন্ত দ্বারে,
খোলা মাঠে ভোলামন যায় বারেবারে।
ফাগুনের ফুল ফুটে হলুদিয়া মনে,
ভালোবাসা জেগে উঠে ভরে বর্ষণে।


গাছপালা নদী নালা ঘেরা চারিপাশ,
ছয় ঋতু জয় করে চলে বারোমাস।
সব সুখ ঘর খুঁজে পায় অবশেষে,
মনে ফুল ফুটে উঠে ঋতুময় দেশে।