গ্রীষ্মের কড়া রোদে
তাপমাত্রা বাড়ে,
মাথা মুখ ঘেমে জল
বেয়ে পড়ে ঘাড়ে।
রোদ তাপ সহ্য নয়
ধৈর্যচ্যুত হয়,
বলে থাকে এর চেয়ে
শীত মন্দ নয়।


রোদে পুড়ে বোধ আসে
শীত হয় দামী,
শীত আর আদ্রতায়
নেই ঘামা ঘামি।
এমন মধুর ক্ষণ
ঘুরে ঘুরে আসে,
বাংলার কোল জুড়ে
পৌষ মাঘ মাসে।


পরিযায়ী কত পাখি
ডানা মেলে হাসে,
এই দেশ আবহাওয়া
ওরা ভালোবাসে।
ভালো লাগে পাড়াগাঁয়ে
গুড়-মুড়ি মুয়া,
মুখে মৃদু হাসি আর
শিশিরের ছোঁয়া।