বাংলার এতো রূপ হৃদয়ের মাঝে,
মন ভরে সুর দিতে বাঁশরিয়া সাজে।
সবুজের বুক চিরে বয়ে গেছে নদী,
ছোট ছোট ঢেউ তুলে চলে নিরবধি।
দুই ধারে মেঠো পথে সবুজের ছায়া,
বৈশাখের হাঁটুজল ধরে রাখে মায়া।


ছোট ছোট ছেলেমেয়ে পার হয়ে যায়,
হাঁটুজলে পায়ে হেঁটে ভারী মজা পায়।
জল পান করে আসে মহিষের পাল,
তীরে এসে মেঠোপথে টানে মালামাল।
জল থেকে মাছ ধরে দলবেঁধে নামে,
জাল ফেলে টেনে তুলে মহা ধুমধামে।


যতদূর চোখ যায় দেখি নদীখানি,
দুই ধারে ঢালু পাড় মাঝে হাঁটুপানি।
এক পাড়ে সরুপথ অন্য পাড় খোলা,
সরুপথে হেঁটে গেলে লাগে মনে দোলা।
পাকা ধান উঠে গেছে সারা মাঠ খালি,
ঘাসে ভরা মাঠঘাট নেই ধূলাবালি।


বাংলার রূপ রস ধান নদী খাল,
মন ভরে দেখে যাই বৈশাখীর হাল।
তীর ঘেঁষা জল নাই তবু যাই ছুটে,
যতটুকু রূপ রস সব নেবো লুটে।
বাংলায় কথা বলি বাংলায় গাই,
ছুটে এসে তীরে বসে মন ভরে যাই।


বৈশাখী হাওয়া এসে মনে সারা জাগে,
জলাধার ঘেঁষে বসে সুমধুর লাগে।
এই দিনে হাঁটুজলে নেই স্রোত ধারা,
তীর থেকে উঠে যেতে নেই যেন তাড়া।
নদী তীরে যারা আসে বসে পড়ে ঘাসে,
মনকাড়া রূপ দেখে তাকে ভালোবাসে।