হিম হিম জলবায়ু করে আনাগোনা,
সুশীতল জলকণা কুয়াশায় বোনা।
ঘন সাদা কুয়াশায় ঘিরে ধরে রাখে,
ভোর হলে রাঙা রবি আড়ালেই থাকে।


শীতল হাওয়া এসে করে এলোমেলো,
হেমন্তের শেষে আজ শীতঋতু এলো।
শীতে কাবু শেষ হয় বিদায়ের পরে,
কাবু করে সে যে থাকে পৌষ মাঘ ধরে।


কুয়াশার ছোঁয়া পেয়ে ঘাসগুলো হাসে,
তরতাজা দূর্বাঘাস জল ভালোবাসে।
পাতাগুলো ধরে রাখে কুয়াশার কণা,
কুয়াশার সাথে তার আছে বনিবনা।


দলবেঁধে কিষাণেরা মাঠেঘাটে ছুটে,
হিম ভাব ছেড়ে গেলে কলরব উঠে।
ঘুরে ঘুরে ঝরে পড়ে ঝিরিঝিরি জল,
কুয়াশাটা কমে গেলে বাড়ে কোলাহল।


ভোরে উঠে কাজে গেলে শিহরণ পায়,
তবু যেন কুয়াশায় মন ভরে যায়।
বাংলার শীতঋতু প্রকৃতির দান,
শীত এলে জনমনে উঠে কলতান।


বরফের দেশ ছেড়ে পাখা মেলে উড়ে,
ছুটে আসে কত পাখি কত দেশ ঘুরে।
পরিযায়ী পাখি এসে কলরব তুলে,
দলবেঁধে ঠাঁই নেয় ভিনদেশ ভুলে।


পৌষ মাঘে শীতঋতু থাকে ক্ষণকাল,
কম্বলেই রাত কাটে দিনে খুঁজে শাল।
বাংলার মানুষেরা উপভোগ করে,
শীতঋতু কাছে পেয়ে মনে সুখ ঝরে।