বানিয়ার পোলা তার মতো,
যতোই হউক না সুশিক্ষিত।
তুমি যতোই তাল পাকাও
সে থাকে বানিয়ার মতো।
আড়ে বললে বারে বুঝে
বোতল খেয়ে চোখ বুজে।
এরপর তুমি যাই বলো
তার কানে তো যায় না,
শত লোক পা মাড়ালেও
ব্যাথা যে তবুও পায় না।


সে তো তখন বেহুশ থাকে,
বোতলটাকেই মনে রাখে।
অযথাই যে করছো যত্ন,
বোতলই তার আসল রত্ন।
ধুপ দিয়ে কি কিলে মিটে?
মনের ভেতর মরিচ বাটে।
তারে যদি দুধ এনে দাও
দুধের ভেতর আদা চাটে।
খাট পালং যতোই থাক
পড়ে থাকে পুকুর ঘাটে।


এর চেয়ে অনেক ভালো,
সবাই তাকে পাড়িয়ে চলো।
বানিয়া থাক বানিয়ার মতো,
বোতল গিলুক সে অবিরত।
তারটাই সে ভালো বুঝে,
মাটি কুঁড়ে আলু খোঁজে।
দুধের পেয়ালা তার মুখে
কেনো যে তুলতে চাও,
গরুটাকে মাঠেই ছেড়ে
নিজের পথে চলে যাও।