আবারো আসবো ফিরে এই ভাবনায়,
আজ-কাল কেনো জানি দিন চলে যায়।
মদিনায় ঘুরে এসে এই হালচাল,
ভাবনাটা শুরু করে লাগে গোলমাল।


এই মন চলে যায় পাথরের দেশে,
মন প্রাণ একাকার হয় একপেশে।
অন্তরের দোলাচলে চোখে ভাসে উট,
খেজুরের বীথি দেখে প্রাণে হরিলুট।


উটগুলো দলে দলে খেয়েদেয়ে আসে,
পাথরের পিঠ চেটে পেট ভরে ঘাসে।
পাহাড়ের পাদদেশে খেজুরের চাষ,
দানাদার ফলগুলো হয় বারো মাস।


আদ্রতার নেই লেশ বাতাসের গায়ে,
কেউ নেই মরু পথে হেঁটে খালি পায়ে।
অবিরাম ছুটে চলে শীতাতপ গাড়ি,
পথে ঘাটে গাড়ি ছাড়া নেই কমা দাঁড়ি।


বারে বারে এই মন ছুটে চলে যায়,
অন্তরের সব সুখ আছে মদিনায়।
ঘন ঘন চোখে ভাসে জনতার স্রোত,
ভিন্নভাষী পাশাপাশি বড়ই অদ্ভুত।


জড়া নেই তাড়া নেই মানুষের ভিড়ে,
শান্ত মনে দলবদ্ধ চলে ধীরে ধীরে।
রওজায় যাবো বলে মন দেয় সায়,
বারে বারে দুই চোখ যায় মদিনায়।