বাড়ি তাহার পদ্মার পাড়, হাতে ঝাঁকি জাল,
পানির  টানে নদীর পাশে, গড়ে উঠে খাল।
গায়ের জোরে ফেলে জাল, টেনে মাছ আনে,
মাছ বেচে ধান কিনে, ঘরে ধান বানে।
সারাদিন ধরে মাছ, কোন চিন্তা নাই,
মাছ ধরে খালই ভরে, আরো মাছ চাই।


দিন আনে দিন খায়, তবু হেসে যায়,
বাজার  করে  যা থাকে,  স্ত্রীর হাতে দেয়।
একটি মাত্র ছেলে তার,  পড়ালেখাও চলে,
চুরি জারি করে না সে, সবাই ভালো বলে।


এক টুকরো জমি তার, টিনের চালার বাড়ি,
দরকার  নাই তার অর্থকড়ির, দরকার নাই  গাড়ি।
মাছ বেচে বাজার করে, কিনে শাড়ি চুড়ি,
টাকা বাচলে আরও কিনে, ছেলের জামা ঘড়ি।
ঘরের পাশে টুকরো জমি,  শাক সবজি  হয়,
কিছু লাগায় আলু মরিচ, সারা বছর খায়।


স্ত্রীর  হাতে জমা টাকায়, স্কুলের  খরচ চলে,
জাল বেয়েও মহা খুশি,  লোকেরাও তা বলে।
অল্প আয় স্বল্প ব্যয়ে,  ওরা যেমন খুশি,
তাকে সবাই মডেল ধরো, শান্তি  পাবে বেশি।