দুপুর রোদে দিন দুপুরে বাঁশি কেনো বাজেরে
থাকি আমি একা একা মন কেনো সাজেরে।।
তুই থাকিস দূরদেশে
আছি আমি কোন বেশে
দিন শেষে অবশেষে কাকে আমি পাবোরে।।


বন্ধুরে তুই যাবার কালে কথা দিয়েছিলে
এখন কেনো তুই আমারে দূরে ঠেলে দিলে
তোকে আমি যতো চাই
তুই বলিস সময় নাই
কোথায় গিয়ে শান্তি পাই বলে দেসনারে।।


বন্ধুরে তুই কেমন মানুষ কেমনে থাকিস বল
সময় করে দেশে এসে আমায় নিয়ে চল
ভালোবেসে কাছে থেকে
আমার গায়ে রঙ মেখে
এখন আমায় দূরে রেখে কই রইলিরে।।


আগে বলতি প্রাণ সখি থাকবি আমার কাছে
এখন দেখছি সব ফাঁকি সব দেখছি মিছে
কেনো এখন দূরদেশে
মন থেকে ভালোবেসে
সখি বলে কাছে এসে ধরা দেসনারে।।