বাসন্তী সাজে আজ শোভাময় বীথি,
সাজ দেখে মন জুড়ে উঠে প্রেমগীতি।
ফাগুনের দোলাচালে কত পাখি গায়,
উড়ু মন চেপে বসে বাসন্তী নায়।


মেঘ নাই পানি নাই আকাশটা নীল,
ডানা মেলে উড়ে চলে নীলাকাশে চিল।
আম্র মুকুল পানে ভ্রমরার সুর,
মুখরিত করে তুলে প্রীতিময় ভোর।


রবির কিরণ পড়ে মিঠা রোদ উঠে,
ফুলের বাগান মুখে মধুকর ছুটে।
সাজ সাজ চারিদিকে কত ফুল পাখি,
শুরু করে উড়াউড়ি করে ডাকাডাকি।


পাগল-পারা এ মন মুকুলের ঘ্রাণে,
আমের বনের পানে সুর তুলে গানে।
পাতাগুলো ছেয়ে আছে সুবাসিত ফুল,
গাছে গাছে উড়ে গিয়ে নাচে বুলবুল।


ডালে ডালে উড়ে বসা পাখিদের ভীড়,
সন্ধ্যা সাঁঝে রব তুলে কিচিরমিচির।
ফাগুনটা খুলে দিলো বসন্ত দ্বার,
প্রকৃতির মায়া যেনো টানে বারবার।


আম্র কানন জুড়ে ফাগুনের গান,
মুকুলের ঘ্রাণ ছড়ে উঠে কলতান।
ঝিরিঝিরি ফুল নয় সুবাসটা মূল,
মন জুড়ে সুর তুলে বাসন্তী ফুল।