বার মাসে পুরো হয় বেল মিঠা ফল,
পেট ভরে খেতে দেখি জুস করে জল।
সারা দেশে বেল গাছে দেখি গোল বেল,
ছাল কাটা কিছু নেই পিঠ তেল তেল।
বেল দেখি চকচকে তার পিঠ শক্ত,
তাকে দেখে ছোট বড় সব তার ভক্ত।


সারা গাছে কাঁটা দেখি বেল কাঁটাহীন
বার মাস ঝুলে গাছে বিরতি বিহীন।
শক্ত বেল দেশি ফল সারা দেশে হয়,
বেল তার গুণ দিয়ে করে মন জয়।


যত হোক ঝড় বৃষ্টি গাছে দেয় ঘুম,
চৈত্র এলে পড়ে যায় বেল খেতে ধুম।
কুঁড়ি থেকে শুরু হয়ে চৈত্রে হয় পুরো,
পাকা বেল নিচে পড়ে যখন সে বুড়ো।
ডাল ধরে বেল থাকে যেনো ভাইবোন,
শক্ত বোঁটা শক্ত বেল, এটা তার গুণ।


রোদ বৃষ্টি যত হোক খোলা তার পিঠ,
ঝকঝকে রোদ হলে করে মিটমিট।
পিঠ তার বৃষ্টি ঝড়ে ধুয়েমুছে যায়,
খেতে গিয়ে ভক্তকুল পরিষ্কার পায়।


মিষ্টি বেলে পুষ্টিগুণ আছে ঢের বেশি,
পুষ্টিগুণ বেশি পেয়ে ভক্তকুল খুশি।
পাকা বেলে ভিটামিন আছে ভরপুর,
অতি দ্রুত বেল করে কোষ্ঠকাঠিন্য দূর।
বেল খেলে রুচি আসে বেড়ে উঠে শক্তি,
গড়ে উঠে বেল দেখে তার প্রতি ভক্তি।


গুণী ফল বেল খেলে সারে বহু রোগ,
নিয়মিত খেয়ে নিতে যদি করো যোগ।
শক্ত পিঠে ভক্ত হয়ে বেল খেয়ে যাও,
স্বাদ পুষ্টি ভিটামিন সব তুলে নাও।