ঘন সবুজ পাতা ঘিরে সাদা বেলি ফুল,
মোহনীয় ঘ্রাণ ছড়াতে পানি টানে মূল।
থোকা থোকা বেলি ফুল
ছোঁয়া পেলে দেয় দোল
ভেঙ্গেচুড়ে মনের ভুল মনে বাজে ঢোল।


শক্ত মনে জোয়ার এনে চাঙ্গা করে মন,
বেলি ফুলের সুবাস দেয় প্রেমে প্রশিক্ষণ।
তুলে আনে বনমালী
ফুলে ফুলে সাজে ডালী
ভাঙ্গা মনের জোড়াতালি জাগায় দেহমন।


বেলি ফুল মাথায় উঠে চুলে স্থান পায়,
মাথার বেণী ফুলে সাজে মনে দোল খায়।
মন প্রাণ ভালো থাকে
দুঃখ কষ্ট দূরে রাখে
কথাবার্তার ফাঁকে ফাঁকে দৃষ্টি চুলে যায়।


ঊষালগ্নেই বেলি ফুল হাতে তুলে নেয়,
তরতাজা সুবাস পেতে ঘরে রেখে দেয়।
সারা ঘর ঘ্রাণে ভরে
ভালোবাসা মনে চড়ে
মন প্রাণ বিভোর করে শান্তি খুঁজে নেয়।


সাঁঝ সকালে বেলি ফুলে ফুটে উঠে হাসি,
বেলি ফুলের সুবাস নিয়ে মনটা হয় খুশি।
বেলি ফুল চাষ করো
তাতে নাও যত্ন আরো
খুব সহজে হতে পারো বেলি ফুল চাষী।


ম  ম  ঘ্রাণের বেলি সুবাস কে না নিতে চায়,
একটি গাছ লাগাই বেলির নিজের আঙ্গিনায়।
গন্ধে মাখায় ছন্দে ফিরে
ঘ্রাণ ছড়ায় ধীরে ধীরে
যে জন লাগায় তার নীড়ে পরিবেশ বাঁচায়।