সেই কবে বটমূলে শেষ দেখা হলো,
কানে কানে বলেছিলে কাজী বাড়ি চলো।
          যাবো বলে ঠিক হয়
          হেসে বলো আজ নয়
মুখ ভরা হাসিটুকু প্রাণ কেড়ে নিলো ।


হাত ধরে কথা দিলে আছো তুমি পাশে,
সব তুমি ঘাড়ে নেবে যতো দোষ আসে।
          জামা ধরে টেনে নিয়ে
          কিছুদূর হেঁটে গিয়ে
হাসিমুখে বলেছিলে যাবো ভালবেসে।


মুখে ভাত তুলে দিলে নিজ হাতে মেখে,
মন প্রাণ সব নিলে সাথে সাথে রেখে।
          সারাদিন কাছে থেকে
          কাছে কাছে রেখে রেখে
সবটুকু নিয়ে গেলে ভালোবাসা ছেঁকে ।


চিরদিন সাথী হবে তুমি কথা দিলে,
এই মন ধুয়ে মুছে ভালোবাসা নিলে।
          বহুদিন খোঁজ নাই
          দিন রাত খুঁজে যাই
মাঠা করে সব জল ঘোলা করে গেলে।


হাসি হাসি মুখ দেখে ভালোবেসেছিলাম,
হাসি মুখ প্রাণে এঁকে মার খেয়ে গেলাম।
          ভালোবাসা খুন করে
          আছো তুমি বহু দূরে
মন থেকে বলো তুমি কি আমি পেলাম?


বেশি সুখ নেবে বলে আছো যার কাছে,
আমি দেখি সে তো ঘুরে অন্য কারো পিছে।
          তোমাকে সে দূরে ছুড়ে
          পরনারী নিয়ে ঘুরে
ঘেরাকলে তুমি পড়ে সবকিছু মিছে ।