জীবনের সব কথা বলে যাবো তারে,
ভালোবেসে মনে পড়ে যাকে বারেবারে।
চিঠি লিখা কথাগুলো সবই অজানা,
ভালোবাসার চিঠিগুলো হাতে পেলাম না।


এমন মধুর ক্ষণ পিষে গেলো মিশে,
জীবন শেষ হলেও ফিরবে না দিশে।
কূলহারা এই মন তবু তারে চায়,
আনমনে হাত নেড়ে তাকে ডেকে যায়।


যত সাধ মনে জাগে ভাঙ্গে আর গড়ে,
তুমি আছো এই মনে আজীবন ধরে।
মনে উঠে আশাগুলো নিভু নিভু জ্বলে,
আশাগুলো ছায়া হয়ে কত কথা বলে।


তোমার আশায় বাঁধে মন জুড়ে বাসা,
ধুঁকে ধুঁকে বেঁচে আছে সেই ভালোবাসা।
দিনগুলো চলে গেছে থেমে আছে নাও,
শেষ বেলা তাও যদি তুমি ফিরে চাও।


চিঠি জুড়ে আঁকা আছে মন পোড়া ভাষা,
মন পোড়া কথা আর আশা ভালোবাসা।
ভালোবেসে আজ দেখি কূল মান নাই,
তবু আমি চিঠিগুলো ফিরে পেতে চাই।


চুরি করা চিঠিগুলো আজ চাই ফিরে,
আছে তার ভালোবাসা চিঠিগুলো ঘিরে।
কথাগুলো সাথে নিয়ে তাকে দেবো ঠাঁই,
শেষ বেলা তবু তার ভালোবাসা চাই।