হা-হুতাশে মন জুড়ে উঠে হাহাকার,
কূলহীন ভোলামন পুড়ে ছারখার।
দুনিয়ার যত রঙ সব ভুলে যাই,
কায় মনে আজ শুধু তোমাকেই চাই।


কথাগুলো মনে হলে চোখে আসে জল,
মন পুড়ে দুই চোখ করে ছলছল।
যত ঝড় বয়ে যাক যাবো নাতো ভুলে,
শুধু তার গুণগান গাই মন খুলে।


লাল টিপ তুলে দেবো বুক ভরা আশা,
মন জুড়ে আছো তুমি আছে ভালোবাসা।
কাজ নিয়ে আজ আমি যত দূরে আছি,
মন প্রাণ তত বেশি করে নাচানাচি।


চোখ বুজে মনে আসে একটাই নাম,
মনে রেখো সে নামের ঢের বেশি দাম।
ধরা জুড়ে যত কিছু চোখ ভরে দেখি,
মনে চায় সেই নাম বারেবারে লেখি।


জীবনের কাছাকাছি আজ তুমি নাই,
চোখ মেলে দেখা যায় সেই শূন্যতাই।
যার কাছে আজ নেই আধো আলোছায়া,
তার জন্য আজ তুমি রাখো দয়ামায়া।


আছে সব ভালোবাসা হিম ঘরে পড়ে,
জং ধরে জমে আছে এতোদিন ধরে।
ভালোবেসে আজ তুমি মুখ ফিরে চাও,
জলন্ত এই মনে সান্ত্বনা দাও।


জীবনের বাকি দিন করো মধুময়,
লাল জবা হাতে নিয়ে ছুড়ে ফেলো ভয়।
শানবাঁধা গানগুলো মন খুলে গাও,
ভালোবাসার দ্বার খুলে লাল টিপ নাও।