মাঘ মাসে শীতে কাঁপে বাংলার কোল,
বাঘ কাঁপা শীত দেখে ভীত ছিন্নমূল।
কাঁপুনির ঝাঁকুনিটা উঠে সারা গায়,
ফুটপাতে পড়ে থেকে শীতে কষ্ট পায়।


ভাসমান মানুষের নিদারুণ হাল,
শীতের কাঁপুনি রোধে নেই মালামাল।
হিম ঝড়ে উড়ে আসে কুয়াশার পানি,
ছেঁড়া কাঁথা কম্বলের গায়ে টানাটানি।


রাতে ঠাঁই ফুটপাতে আকাশটা ঘর,
পথচারী তাদেরকে বলে যাযাবর।
ফুটপাতে শুয়ে থাকে জড়াজড়ি করে,
শীতল বাতাস লেগে কাঁপুনিটা ধরে।


আরামের ঘুম নয় রাতভর জাগে,
হাড়কাঁপা কাঁপুনিতে দাঁতে ঠাঁই লাগে।
অতি শীতে তার দাঁতে কড়মড়ি আসে,
পিঠমোড়া কষ্টটা তার নিঃশ্বাসে।


এভাবেই কেটে যায় ঘুমহীন রাত,
শত-শত ছিন্নমূল শীতে কুপোকাত।
সামাজিক অধিকার যতটুকু আছে,
খানিকটা সুখ চায় ভাতে আর মাছে।


মনে রেখো তারও আছে আশা এক বুক,
আরাধিত তার মনও খুঁজে ফিরে সুখ।
এই দিন শেষ নয় আরো দিন আছে,
প্রসারিত করো হাত তারা যেন বাঁচে।