ভদ্রতা কাকে বলে জানতে হলে
হয়ে দেখো অভদ্র,
শিক্ষা সম্মান প্রতিপত্তি ধূলিস্যাতে
শিকেয় উঠে ভদ্র।
তিলে তিলে গড়ে উঠা সব সম্মান
শিক্ষা ও প্রতিপত্তি,
ক্ষণিকের অভদ্রতায় খানখান সব
ঘটায় বিপত্তি।
শ্রম ও সাধনায় অর্জিত সম্মান
অভদ্রতায় খানখান,
একবার শুধু অভদ্রতার গালি
শূন্য করে সম্মান।
ভাবনাটা তুমি জাগিয়ে তুলে
নিখুঁত ভাবে খুঁজো,
অভদ্র গালিটা নিজ কানে শুনে
ভদ্রতার সংঙ্গা বুঝো।
একটা মাত্র শব্দ অভদ্র ব্যবহারে
নিজ অর্জিত সম্মান,
হৃদয় বিদীর্ণ করে ডেকে আনে
অন্তর জলে বান।
গর্বিত হৃদয়ে মর্মর করে করে
উঠে ঝড় তুফান,
অভদ্র গালিটায় নিশ্চিহ্ন করে
আহরিত সম্মান।
মুহূর্তে হারিয়ে সম্মান হৃদয় হবে
শূন্য মরুভূমি।
ভদ্রতা কাকে বলে অতি সহজে
বুঝে যাবে তুমি।