ভুল করে আজীবন ধরে নেয় মূল,
আসলটা বাকি নেই হাতে একচুল।
পদে পদে ভুল হলে মনে দেয় দোল,
অবশেষে জীবনের ফাঁকা উপকূল।


শুরুতেই ভুল হলে পরিণাম ভারী,
অবশেষে দেখা যায় নেই কমা দাঁড়ি।
এক ভুল শুধরাতে শত ভুল হয়,
লাইন ছাড়া ট্রেন চলে এখানেই ভয়।


মন চলে বিপরীতে ফিরে আসা দায়,
স্বইচ্ছায় ভুল করে তার ফল পায়।
খাদে পড়ে করে বসে ভালোটাও ভুল,
কাজ শেষে ফল পায় তার সমতুল।


ভুল পথে শুরু করে জিদে করে কাজ,
গলা ছেড়ে বলে যায় কাল নয় আজ।
নিজ স্বার্থে লেগে যায় ক্ষমতার দ্বন্দ্ব,
সৎ পথে লাভ পেতে তার চোখ অন্ধ।


পর ধনে লোভ করে চায় নিজ লাভ,
অপরের ক্ষতি করে নেই অনুতাপ।
ক্ষুব্ধ মনে মানবতা পিষে করে জল,
ছুটে চলে সব কাজে তার বাহুবল।


ভালো কথা ভালো কাজ ভালো সব গুণ,
সৎ পথের কথাগুলো চিনি নয় নুন।
ভালোমন্দ দেখে বুঝো  তার ব্যবধান,
ভুল থেকে বেঁচে যেতে হও সাবধান।