চারাগাছ বড় হতে গাছে দেয় জল,
ছোট গাছে ফুল দেখে বাড়ে মনোবল।
কাটা গায়ে ফুল ফুটে, ফুলে নাই ভুল,
গাছ ভরা ফুল দেখে মন খায় দোল।


বহু জাতি বাস করে সারা বিশ্বময়,
কেউ কারো বন্ধু হয় কেউ পায় ভয়।
বিশ্বময় ঘুরে ঘুরে যতো দেখে যাই,
স্থান কালে ফুলে কোন ভেদাভেদ নাই।


মধুকর ফুলে ফুলে ছুটে ধাইধাই,
দোল খায় ফুলগুলো অভিমান নাই।
ফুল বনে মধুকর আসে যত দূর,
ঘুরে ঘুরে শুরু করে গুনগুন সুর।


দেশ কাল জাতি ভেদে সৃষ্ট মতবাদ,
যুদ্ধে নেমে মানবতা করে ধূলিসাৎ।
সম্পদই গড়ে তুলে ক্ষমতার দ্বন্দ্ব,
ধূলি মাখা সেই চোখে মানবতা অন্ধ।


কেউ দেখি কেঁদে মরে কেউ গান গায়,
কাদাজল সাদাজল ভাগ হয়ে যায়।
মতি স্বার্থ মিলে গেলে হয় ভাই ভাই,
ভাবধারা ভিন্ন হলে পুড়ে করে ছাই।


বহুরূপী মানবের মন যতো কালো,
বাগানের ফুলগুলো তার চেয়ে ভালো।
ফুল দেখে ভুলগুলো হয় যদি শেষ,
দৃঢ় হবে মানবতা, ভালো পরিবেশ।