দিনটা যায় ব্যস্ততায় রাতের বেলায় ঘুম,
মধ্যরাতে কানে আসে ভূতের কান্নার ধুম।
কুকুর ডাকে ঘেউ ঘেউ
উলু বিড়াল মিউ মিউ
ভূতের কান্না তাও শুনি গায়ে খাড়া লোম।


ছাগলটা পাগল হয়ে  ভ্যা- ভ্যা- করে ডাকে,
ভূতের কান্নার শব্দ শুনে কানটা খাড়া রাখে।
পেত্নী ডাকে ছাগলটাকে
ছোট পেত্নী সাথেই থাকে
অনেকগুলো বাচ্চা নিয়ে কান্নার রোল মাখে।


কালো কুকুর লেজ তুলে ভূতের দিকে চায়,
বাচ্চা ভূতের কান্না দেখে তারও কান্না পায় ।
ভূত কুকুর গলাগলি
মায়াকান্নায় ঢলাঢলি
আমি যখন ঘুমের ঘোরে আমার কানে যায়।


উলু বিড়াল লেজটা নেড়ে মিউ মিউ করে,
পেত্নী ভূতের কান্না দেখে তারও কান্না ধরে।
চোখ দু'টো বের করে
মিউ মিউ কান্না জুড়ে
লেজটা তুলে লাফ দিয়ে ভূতের ঘাড়ে চড়ে।


মায়াকান্নার রোল তোলা ভূত পেত্নীর কাজ,
কালো জামায় ছাই কালো পেত্নী ভূতের সাজ।
চোখ জুড়ে জল নাই
খালি চোখে দেখতে পাই
বড় ভূতের চামচামিতে ওর তো নাই লাজ।


কান্নায় দেখি রান্না করে কবিতাও পড়ে,
মায়া কান্নায় বুদ হয়ে ভূতের বেশ ধরে।
পিঠে পড়ে চপল জোড়া
কান্না থামে তোড়া তোড়া
দিন শেষে রাত হলে মায়াকান্নায় মরে ।