বিজয়ের মহান দিনে খুশির গান গাই,
মুক্তিযুদ্ধে বিজয় এনে আমরা খুশি তাই।।
বিজয়দিবস উদযাপনে
গাই গান আপন মনে
বাংলা মায়ে সবার সনে সবাই ভাই ভাই।।


লক্ষ প্রাণের বিনিময়ে হয়েছি স্বাধীন,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আসলো এমন দিন।
বীর বাঙালী অস্ত্র ধরে
বাংলাদেশ স্বাধীন করে
সুখ আসলো ঘরে ঘরে যেমন আমরা চাই।।


আজ থেকে স্বাধীন বাংলা বঙ্গবন্ধুর ঘোষণায়,
লাঠিসোঁটা হাতে নিয়ে সবাই এগিয়ে যায়।
ছেড়ে দিলো পরিবার
হাতে নিলো হাতিয়ার
বুঝতে পারে কি কারবার ছাড়ার সুযোগ নাই।।


বছর শেষে এলো যখন ষোলই ডিসেম্বর,
বিজয় নিশান হাতে নিলাম আমরা আপনপর।
আজিকার এই মহান দিনে
বিজয় নিশান কিনে কিনে
আকাশ পানে তুলে এনে মনের শান্তি পাই।।