বিজয়ের এই হাসি এনে দিলো যাঁরা,
দেশের জন্য লক্ষ প্রাণ দিয়েছিলো তাঁরা।
হাতিয়ার হাতে নিয়ে
শত্রুর কাছে গিয়ে
মন প্রাণ শপে দিয়ে ছিলো দিশেহারা।


জীবন বাজী রেখেছিলো জেনে গেলো ধরা,
বাংলা মায়ের স্বাধীনতা তাদের হাতে গড়া।
নয় মাস যুদ্ধ করে
পতাকাটা তুলে ধরে
তাদের কথা স্মরণ করে হই পাগলপারা।


বীর বাঙালী উপাধিটা মনে জোয়ার আনে,
তাদের কথা মনে পড়ে জড়ায় মনে প্রাণে।
ভুলবো না তো কোনোদিন
তাদের জন্য আছে ঋণ
জনম ভর এমন দিন সবাই যেনো মানে।


এমন দিন মনে থাকে সারা বছর ধরে,
বিজয় মালা শোভা পায় সবার ঘরে ঘরে।
স্বাধীনতার বিজয় মালা
স্মৃতি সৌধে ফুলের ডালা
শ্রদ্ধাঞ্জলি দেয়ার বেলা প্রাণে আগুন ঝরে।


যতো দিনই বেঁচে আছি বাংলা মায়ের কোলে,
স্বাধীনতার বিজয়গাঁথা যাবো না তো ভুলে।
যুদ্ধ গাঁথা রক্তক্ষয়ের
লক্ষ প্রাণের বিনিময়ের
দৃষ্টি আছে সেই জয়ের রক্তমাখা চুলে।


ডিসেম্বরের এই দিনে স্মৃতিসৌধে আসি,
যতো আছে মুক্তিযোদ্ধা তাঁদের ভালোবাসি।
স্মৃতিসৌধের কাছে গিয়ে
ফুলের ডালা দেই বিছিয়ে
হাজার কষ্ট বুকে নিয়েই বিজয়ের হাসি।