মাগো তুমি বিজয়ের দিনে,  একটুখানি  হাসো,
বিজয়ের দিন আসলেই তুমি,  আঁচলে  চোখ মুছো।
তোমার আঁচল  চোখের জলে, এখনো কেনো ভেজা?
পঞ্চাশ বছরেও শেষ হলোনা, তোমার ছেলে খুঁজা?
তোমার  ছেলে  বীর বাঙালী, দিয়েছে  তাঁর প্রাণ,
রক্তের বিনিময়ে বয়ে এনেছে,  এ দেশের সম্মান।
তোমার ছেলে শহীদ হলো, তুমি  শহীদের মা,
কোটি মানুষ সম্মান করে,  আজীবন  করবে যা।
দেশের  সম্মান বড় ছিল,  আমার ভাইয়ের মনে,
তাঁর  অবদান স্মরণ করছে, প্রজন্মের জনে জনে।
তুমি যদি না হাসো মা, কেমনে সবাই হাসে ?
বীর বাঙালীর মা যে তুমি,  সবাই  ভালবাসে।
লাখো শহীদ তোমার ছেলে,  সে-তো একা নয়,
স্বাধীন  দেশের জন্ম হলো,  এখনো কেনো  ভয়?
তুমি দেখেছো পাক হানাদার, কেমনে বিদায় নিলো,
মুক্তি সেনার কঠিন যুদ্ধে,  এদেশ ছেড়ে গেলো।
বীর বাঙালী  সাহসী জাতি, এটাতো মা মানো?
শহীদ ছেলের মাতা হয়ে,  আমার কথা শোনো,
পেয়েছি আমরা স্বাধীন দেশ, আমরা সাহসী জাতি,
বিপদে আমরা সাহস রাখবো, এটাই জাতির নীতি।
লক্ষ  প্রাণের  বিনিময়ে,  পেয়েছি  যে স্বাধীনতা,
আজীবন  তা ধরে রাখবো, থাকবে হৃদয়ে  গাথা।
তোমার সাহসে এগুচ্ছি মাগো, মানচিত্র হয়েছে আকাঁ,
শক্ত করে ধরেছি আমরা, বিজয়ের পতাকা।