কত স্বপ্ন ছিল মনে ? আকাশ পানে উড়বো,
বিমানে চড়ে উর্দ্ধাকাশে, মেঘের রাজ্যে ঘুরবো।
হাওয়ার উপর ভাসে বিমান, মেঘের ভেলা নিচে,
হাজার কিলো বেগে চলে, বাতাস সিচে সিচে ।
বায়ুর চাপে দেয় দুল, কাঁপন ধরে মনে,
হাজার ফুট উঠে নামে, ভয় ক্ষণে ক্ষণে ।


মাঝ আকাশে ভাবছি মনে, বিমান কেনো দাঁড়িয়ে?
পূর্ণ গতির বিমান তখন, দেশের সীমা ছাড়িয়ে ।
চলে গেলাম কত দূর, কিছুই বুঝি নাই,
মনকে বলি তবে কেনো, এত ভয় পাই ।


বিমান যখন উঠে নামে, যৎ সামান্য নড়ে,
হাওয়ার উপর ভর করে, জোড়ছে বিমান ছাড়ে ।
যতক্ষণ সে হাওয়ায় ভাসে, দাঁড়িয়ে থাকতে পারে না,
দরজা জানালা আটকে রাখে, কাউকেই তো ছাড়ে না।
চলতে চলতে বিমান যখন, কাছাকাছি যায়,
আস্তে আস্তে নিচে নামে, রাস্তা খুঁজে নেয় ।


শক্ত হাওয়া আকাশ পানে, ভারী বিমান উড়ে,
এত মানুষ এত মাল, কেমনে বহন করে ?
মনে মনে প্রশ্ন জাগে, প্রশ্ন থেকেই যায়,
সীটে বসে ঠাণ্ডা হাওয়ায়, হালকা ঘুম পায় ।