ছয় ঋতু এখন আর সুসময়ে নাই,
বিপর্যয়ে নিপতিত অসময়ে ঠাঁই।
বর্ষায় বর্ষা নেই মাঠঘাট ফাটা,
সংকটে প্রাণীকুল যৌবনে ভাটা।


বৈশাখের বান আজ ফাল্গুনে আসে,
আকাশের মেঘমালা কার্তিকে হাসে।
আচমকা বাজ পড়ে শরতের বুকে,
পশুপাখি প্রাণীকুল মরে ধুঁকে ধুঁকে।


অসময়ে ছুটে আসে প্লাবনের জল,
ভেসে যায় বাড়িঘর ভাসে সমতল।
বিপন্ন পরিবেশে ধূসরিত কূল,
চালচুলা ঘাড়ে নিয়ে বলে হরিবোল।


আষাঢ়ের ঢল আর শ্রাবণের ধারা,
বাস্তবে উলু চড়ে হয় দিশেহারা।
সবকিছু প্রতিকূল কাল ঋতু হাল,
তৃষ্ণার্ত শকুনেও করে গালাগাল।


খাল-বিল শূন্যতায় আজ হাহাকার,
জল নাই শেয়ালের দেনদরবার।
ভূমিকম্পে চুরমার, বনে দাবানল,
ধ্বংসস্তূপ চেয়ে দেখে ভাঙ্গে মনোবল।


বৈশ্বিক বিপর্যয়েই ঋতু নড়েচড়ে,
কখনো আগে আসে কখনো বা পরে।
পরিবেশ বিপর্যয়ে নাই দেখভাল,
নিজ পেট ভরা নিয়ে হয় উন্মাতাল।