বিজয়ের এই শুভ দিনে,  স্বস্তি আসে মনে,
মহা ধুমধাম আলোকোজ্জ্বল,  স্পন্দন প্রাণে প্রাণে।
বীর বাঙালীর বীরত্ব গাঁথা, স্মরণ  করি আমজনতা,
শহীদ ভাইদের রক্তে রাঙানো, পেয়েছি স্বাধীনতা।
রক্ত  মাখা ত্যাগ তিতিক্ষা, কেমনে  ভুলি আমি?
পেয়েছি আমরা স্বাধীন দেশ, স্বাধীন  জন্মভূমি ।


লক্ষ প্রাণের বিনিময়ে,  অর্জিত  এই ভূমি,
আমরা পেয়েছি স্বাধীন দেশে, মালিকানায় জমি।
পরাধীনতার  শিকল ভেঙ্গে, এনেছি স্বাধীনতা,
মেনে নেবোনা কারো শোষণ,  কারো বিরোধিতা ।


অনেক  ভাই শহীদ হলো, কঠিন যুদ্ধ করে,
কেউবা  হলো যুদ্ধাহত,  কেউবা  আসলো ফিরে।
যাঁরা  ফিরলো প্রাণে বেঁচে,  হাজার ছালাম তারেঁ,
রাখবো আমরা বুকে  তুলে, সারা জীবন  ধরে ।
স্বাধীন দেশের  নতুন  প্রজন্ম,  সারা জীবন  ঋণী,
যাঁরা  করছো যুদ্ধ  জয়, তোমরাই  আসল  জ্ঞানী।


বাংলা স্বাধীন  বাংলা  আমার, তোমাদেরই কল্যাণে,
আজীবন আমরা শ্রদ্ধা জানাবো, শ্রদ্ধা  জনে জনে।
জীবন দিয়ে  রক্ষা করবো, এই প্রতিজ্ঞা  সবার,
উঁচিয়ে  ধরে সম্মান রাখবো,  বিজয়ের  পতাকার।