বিরূপ হাওয়া ধেয়ে আসায় পাগল হলো জল,
উথাল পাথাল সাগর জল হাওয়াতেই পাগল।
          উঁচু ঢেউ ধেয়ে আসে
          ধেয়ে এসে তীরে মিশে
উত্তাল ঢেউ তীরের কাছে করছে টলমল।


ঝড়ো হাওয়া জলে লেগেই পাগলামিটা বাড়ে,
হাওয়ার চাপে ঢেউ তুলে উল্টো আছাড় মারে।
          দ্রুতবেগে ঢেউ ছুটে
          হাওয়ায় ভেসে উঠে
হাওয়ায় চেপে ঢেউয়ের জল শূন্যে তুলে ছাড়ে।


বাউবাতাসে ধেয়ে আসছে পাহাড়সম ঢেউ,
ঢেউয়ের গর্জন যেই দেখে পাগল হয় সেও।
          কাছে গেলে আছাড় মারে
          শূন্যে তুলে উল্টো ছাড়ে
এমন দিনে সাগর পানে যাচ্ছে না তো কেউ।


ঝড়-বাতাসে কালো মেঘ জলের উপর ভাসে,
ধাওয়া করে পাগল ঢেউ তাড়িয়ে নিয়ে আসে।
          রূপ তার অন্ধকার
          ছুটে চলে নির্বিকার
ঝড়তুফানের কঠিন রূপে তীরে এসে মিশে।


হাওয়ার চাপে খাড়া ঢেউ দ্রুত আসে ছুটে,
উল্টো হাওয়া ঢেউয়ের জলে হাতির শুঁড় ফুটে।
          ঢেউয়ের তালে দোলে
          মনের দুয়ার খুলে
ছুটে আসা ঢেউয়ের সাথে মনের সুর উঠে।


বিরূপ হাওয়ায় সাগর জল কেমন করে নাচে,
উথাল পাথাল যার মনে দেখার শখ আছে ।
          বিরূপ রূপ জলে পাই
          প্রাণটা ভরে দেখে যাই
যদি না যাই সাগর জলে জীবনটাই তো মিছে।