স্বপ্ন ঘেরা মনের মাঝে কতোই স্বপ্ন ঘুরে,
ঘুম ভেঙ্গে তলিয়ে যায় আবছা অন্ধকারে।
ঘুমের ঘোরে স্বপ্ন আসে
মনের মাঝে তাঁরা হাসে
স্বপ্ন নিয়েই তারা বাঁচে জীবন পারাপারে।


অচেনা সুরে স্বপ্ন হাসে রাতের আঁধারে,
হেসে তা মিলিয়ে যায় বিষন্নতার ঘোরে।
ঘুম ভেঙ্গে ভোর আসে
স্বপ্ন ঘুরে আশেপাশে
হাসি কান্নার স্বপ্নগুলো সরে যায় দূরে।


আবছা আলো হানা দেয় হৃদয় গভীরে,
নির্জনে তার স্বপ্ন ঝরে সকরুণ সুরে।
দিনের আলো মুখে পড়ে
স্বপ্ন হারায় অন্ধকারে
সর্বনাশা স্বপ্নটা যায় দূরে বহু দূরে।


স্বপ্ন ভাঙ্গা করুণ সুর তুমি শুনতে পাও,
হার ফাটা এমন স্বপ্ন কেনো দেখতে যাও?
মনের কোণে স্বপ্ন রেখে
হৃদয় কোণে অশ্রু মেখে
স্বপ্নহারা এই জীবনে আর কি তুমি চাও?


আঁধার রাতে শূন্য মন হা-হুতাশে ভরা,
দিবা স্বপ্ন ঘেটে তোমার মাথার বায়ু চড়া।
স্বপ্ন তুমি আর দেখো না
বিষাদ তোমার ষোলআনা
চোখ খুলে চেয়ে দেখো সমাপ্তিটা খাড়া।