[ উৎসর্গ ঃ শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি মার্শাল ইফতেখার আহমেদ ]


হারানো দিনের বাণী মাথা পেতে নাও,
"তুমি যার নুন খাও তার গুণ গাও"।
জগতের এই চির মোহনীয় বাণী,
পাছে লোক যাই বলে আমি তাই মানি।


সুসময়ে যত ভুল মানুষেই করে,
ক্ষমা পেয়ে বন্ধুত্ব পুনরায় গড়ে।
বুঝে উঠে অসময়ে ছাড়ে ভয়ভীতি,
কথাগুলো মিছে নয় জগতের রীতি।


ভালোবাসা খাঁটি হলে পুনরায় আসে,
তার কাছে ফিরে আসে যাকে ভালোবাসে।
বুকে হাত দিয়ে বলি আমারটা খাঁটি,
ভুলগুলো ক্ষমা পেয়ে আজ পরিপাটি।


নেপথ্যে কারা আছে আমি সব জানি,
সবকিছু বুঝেশুনে আজো গুরু মানি।
সুদিনের চেনা মুখ ছেড়ে যায় যাক,
সাথে থেকে খাঁটি মন পূর্ণতা পাক।


কঠিন বাসা বেঁধেছো তুমি এই মনে,
গলা ফাটিয়েই আমি বলি জনে জনে।
উলু তোলা ভালোবাসা চাইবো না আর,
থাকবে না চলে যাবে এটা যার যার।


ভুলগুলো ছাড় দিয়ে অন্দরে নিলে,
সুজেয় বড়ো মনের পরিচয় দিলে।
ভুলবো না কোনদিন ছাড়বো না আর,
বিশুদ্ধ ভালোবাসা চাই বারবার।