বদরাগী স্বভাব যদি কারো মনে থাকে,
রুক্ষ মেজাজটাই তাকে ব্যতিব্যস্ত রাখে।
যাই দেখে রঙ মাখে
দোষ দেয় যাকে তাকে
ভালোটারও উল্টো পিঠ তার চোখ ঢাকে।


মন মেজাজ ভালো নয় রাতে গুনে তারা,
উপকারের বালাই নাই এমন লোক দ্বারা।
যাকে তাকে বকে যায়
ভদ্রলোকও ভয় পায়
ভদ্রবেশী আচরণের গায়ে কুলুপ মারা।


জন্মই তার পাপী হয়ে পাপ খোদাই করা।
পাপী তাপীর মোহর মারা কালিঘাটের মরা।
মন্দ মনের গন্ধ ঢেউ
দোররা মারে কেউ কেউ
গন্ধ গায়ে চাপার জোর আজীবন ধরা।


ভদ্রবেশী জামার নিচে অন্তরাত্মা পোড়া,
বদমেজাজী অভ্যাসটায় জীবন গুঁড়াগুঁড়া।
যেই যায় তাকেই ঝাড়ে
মেজাজে মেজাজ কাড়ে
মানুষরূপী দেহ তার বদ মেজাজে মোড়া।


উপকারীর ঘাড়ে চড়ে তার যখন ইচ্ছে,
অপকারই স্বভাব তার নিজ সুযোগ নিচ্ছে।
ঝোপ বুঝে কোপ মারে
লাফ দিয়ে চড়ে ঘাড়ে
জুতা জোড়া গায়ে পড়লে শেষ হয় কিচ্ছে।