পাঠকের পদভারে জমে উঠে মেলা,
বই দেখে কেটে যায় পাঠকের বেলা।
স্টল মুখে ঘুরে ঘুরে ভালো বই খুঁজে,
পাতা খুলে পড়ে দেখে নেবে বুঝেসুঝে।


শত শত প্রকাশনী স্টল খুলে মাঠে,
প্রচারণার সুর তুলে পাঠকের হাটে।
যার যার প্রকাশনা স্টলে শোভা পায়,
শতরূপা স্টলগুলো দেখে দিন যায়।


কক্ষপথ লক্ষ্য করে সারি বাঁধা বই,
ক্রেতা এসে স্টল ঘুরে করে  হৈ  চৈ ।
পায়ে হেঁটে খুঁজে ফিরে লেখকের নাম,
বই ধরে বলে উঠে এর কতো দাম?


খোকাখুকু আগে চলে খুঁজে শিশুতোষ,
বই পড়ে মনে আঁকে নীল পদ্মকোষ।
বড়দের সাথে এসে উচ্ছ্বাসটা রাখে,
প্রকৃতির কাছাকাছি ছোটরাই থাকে।


বইমেলা ঘুরে দেখে মনে রঙ ছুটে,
পছন্দের স্টল থেকে হাতে বই উঠে।
করে নেয় বই পাঠে আঁটি মন খাঁটি,
ভালো বই যতো পড়ে ততো পরিপাটি।


লেখকের দেখা পেলে চায় অটোগ্রাফ,
কলমের ছোঁয়া নিয়ে দেয় লাফঝাঁপ।
পাঠকের কাছে এটা স্মৃতি হয়ে থাকে,
বইমেলার স্মৃতিটুকু তারা ধরে রাখে।