বৈশাখ বরণ নিয়ে লাগে কোলাহল,
হাত দিয়ে বাড়া ভাত পিষে করে জল।
সাথে নেয় নুন-পান্তা ইলিশের ভাজা,
বটমূলে ভুঁড়িভোজে হয় তরতাজা।


টানা সুর বেজে উঠে গান গেয়ে যায়,
বটমূলে জড়ো হয়ে ভারী মজা পায়,
তরুণীরা নেচে যায় বৈশাখী সাজে,
সেইসাথে সুর তালে ঢাকঢোল বাজে।


মেলা বসে লেক ঘেঁষে চলে সারাদিন,
শিশুদের হাতে উঠে খেলনার বীণ।
চারিদিক মুখরিত মর্মর ধ্বনি,
জাতকুল ফেলে রেখে হয় বনাবনি।


মঙ্গল শোভাযাত্রাই মূল আকর্ষণ,
বাঙালী রীতিনীতির জাগে শিহরণ।
পদযাত্রা শুরু করে বেজে উঠে সুর,
শোভাযাত্রার সুর-তাল অতি সুমধুর।


বাঙালীর রীতিনীতি সংস্কৃতিমনা,
বৈশাখের শুরুতেই আঁকে আলপনা।
রমনার বটমূল বাংলার কোল,
প্রতি বছর বৈশাখে জাগে বটমূল।


বটমূলে ছুটে এসে ধৃত সংস্কৃতি,
দলবেঁধে তুলে ধরা বরণের রীতি।
ভোর হলে স্থির হয় বরণে চরণ,
সুর তুলে শুরু করে বৈশাখ বরণ।