অবশেষে শুরু হলো বাতাসের ধুম,
সেইসাথে ভেঙ্গে গেলো বৃষ্টির ঘুম।
আকাশের গায়ে আজ ঘনকালো সাজ,
ঝুম বৃষ্টি ধুমধাম শুরু হলো আজ।


জলকণা ভারী হয়ে জমে উঠে মেঘ,
আচমকা বাতাসের বাড়ে গতিবেগ।
মেঘমালা উড়ে যায় ডাকে বারবার,
চারিদিকে নেমে এলো ঘোর অন্ধকার।


বাতাসটা ধেয়ে এসে ছুটে চলে যায়,
উড়ে চলা মেঘমালা ঘুরপাক খায়।
রিমঝিম নেমে আসে বৃষ্টির ধারা,
আনন্দ দোল খায় এটা মনকাড়া।


বৃষ্টিতে মাঠঘাট জলে সয়লাব,
বাতাসটা গায়ে আনে হিম হিম ভাব।
গরমের হাহুতাশ মন থেকে দূরে,
সুশীতল জলবায়ু সারা দেশ জুড়ে।


অসহ্য গরমের ইতি টানা সুর,
মেঘমালা নিয়ে আসে শোভাময় ভোর।
গরমের দায়ে আজ নেই হাহাকার,
ঝুম বৃষ্টি ফিরে ফিরে আসে বারবার।


ঘননীল আকাশটা মেঘ জমে ঢাকে,
কালো মেঘ দিনভর ছায়া দিয়ে রাখে।
জলকণা জমে উঠে ভরা আসমান,
ছুটে আসা মেঘমালা বিধাতার দান।


গরম হাওয়া ছিলো জল ছাড়া কানা,
উড়ে আসা কালো মেঘ বাতাসের আনা।
মেঘ জমে শুরু আজ বৃষ্টির তোপ,
ফুটে উঠে চিরচেনা বৈশাখী রূপ।