সন্ধ্যা নেমে দিনের আলো চলে যায় যাক,
সবাই চায় এই দিনটা ফ্রেমেই বন্দী থাক।
          ছবির ফ্রেমে থাকে স্মৃতি
          কাঁদায় মন ছবির প্রীতি
সময় গেলে বন্ধুর মন কখন খাবে বাঁক।


দিনটা যখন পাল্টে যাবে কথা বলবে ছবি,
প্রাণের বন্ধু দূরে থাকলে জাগবে মনে সবি।
          বন্ধুর জন্য কান্দে মন
          সেই তার আপনজন
বন্ধু তোমার যেই হোক বাবু কিংবা ববি।


এই জগতে বন্ধু বিহীন হৃদয় শূন্য রয়,
সময় থাকতে বন্ধুর মন করে নাও জয়।
          কান কথা যেজন শুনে
          দিন দুপুরে তারা গুনে
বন্ধু কখন পাল্টে যায়, এখানেই তো ভয়।


সাঁঝ আকাশে সন্ধ্যা নামে আলোটা নিভে যায়,
মেঘের ভেলা চোখ এরিয়ে লাল রঙটা পায়।
          ধীরে ধীরে আঁধার আসে
          রাত্রির ছবি চোখে ভাসে
লাল রঙটা আস্তে আস্তে পুরোই অস্ত যায়।


নিজের স্বার্থ বিদায় করো বন্ধুর হাত ধরো,
সব কথায় বিশ্বাস করে, এমন আস্থা গড়ো।
          তার কাজে এগিয়ে যাও
          সাহায্যের হাত বাড়াও
কাছে থেকেই বন্ধুর মন নিজের করে ছাড়ো।


সরল মনের বন্ধু যদি মনের মতো হয়,
মাঝ পথে খেই হারানোর থাকে না তো ভয়।
          তোমায় নিয়ে চাঁদে যাবে
          রোদে পুড়েও শান্তি পাবে
তাকে নিয়ে করতে পারবে সারা জগত জয়।