প্রিয় বন্ধু কাছে পেয়ে মননে খনন,
আবেগের হাতছানি নয় অকারণ।
এতোদিন পরে তুমি দিলে পদধূলি,
স্মৃতিময় পদধূলি কি করে যে ভুলি?


কবিতার পাল তোলা তুমি সহচর,
প্রিয় তুমি কাছে এলে বহুদিন পর।
কথা বলে চলে যাবে যদিও বা জানি,
চলে যাবে তাই বলে নেই টানাটানি।


দূরে থেকে আছো তুমি হৃদয়ের মাঝে,
সেইজন্য এ হৃদয় প্রতিদিন সাজে।
শুভকাল ফিরে এলো ঘুরে তপোবন,
প্রাণবন্ত আলোচনা হলো কিছুক্ষণ।


সময়ের টানাটানি যত আছে থাক,
প্রাণ ভরে শুনে নেই জীবনের বাঁক।
হাহুতাশে দিন যায় পড়ে থেকে দূরে,
ইচ্ছে হলে দিনলিপি এভাবেই ঘুরে।


আজকের সময়টা হলো মধুময়,
সুগভীর বন্ধুত্বটা এভাবেই হয়।
ব্যতিব্যস্ত সময়ের ভেঙে বেড়াজাল,
দেখা হলে মনে থাকে মিলনের কাল।


কাছে পেতে এই মন বারেবারে চায়,
চলে গেলে মন প্রাণ ভরে বেদনায়।
বন্ধু তুমি থেকে যাও এক-দুই দিন,
মন ভরে কথা বলে মুছে যাবে ঋণ।


[শ্রদ্ধেয় প্রিয় কবি বন্ধু শরীফ এমদাদ হোসেন আজ সন্ধ্যায় আমার অফিসে হাজির হলে যে অনুভূতি জাগে তাই আজ কবিতার পাতায়; আর এ জন্যই কবিতাটি তাঁকে উৎসর্গ করলাম]