কাছাকাছি এসে বন্ধু
হেসে কথা বলো,
প্রাণ ভরে দম নিতে
মন প্রাণ খুলো।
দম যদি নাই নাও
কেনো তবে আসো?
প্রাণ খুলে দম নাও
মন খুলে হাসো।
আজ আমি দেখে যাবো
হাসি মাখা মুখ,
হাসি মুখে ফুল ফুটে
তাতে আছে সুখ।


যার হাত ধরা যায়
তার হাত ধরো,
মনে থাকা কুটিলতা
তাড়াতাড়ি ছাড়ো।
মন তুমি ভালো রাখো
গান গেয়ে যাও,
থাকো তুমি বিনোদনে
সুখ তুলে নাও।
যেই সুরে প্রাণ পুরে
সেই সুর তুলো,
মনে যতো কষ্ট আছে
সব কষ্ট ভুলো।


যে গান কেউ শোনেনা
কেনো গান গাও?
নিজে গেয়ে নিজের গান
নিজে শোনে যাও।
গানে যদি প্রাণ থাকে
সবে ফিরে চায়,
যদি গান ভালো লাগে
হাততালি পায়।
প্রাণ খুলে হাসো বন্ধু
মন খুলে গাও,
তা না হলে কেউ পাবে না
গানের মজাটাও।


উৎসর্গঃ শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি শরীফ এমদাদ হোসেন।


[প্রিয় কবি ০৫/১১/২২ দুপুরে বিটিভি ভবনে আগমন করলে দু'লাইন লিখে স্বাগত জানাই; এটাই এখন পোস্ট করলাম।]