[ ২০০ তম ]
=========================@@@


দেশটা আমার যুদ্ধ করে স্বাধীন করলো যাঁরা,
মাটির টানেই তাঁরা ছিলো সবাই পাগলপারা।
           শত্রু দেখে অবস্থান নেয়
           জান ও মাল বিলিয়ে দেয়
জাতির পিতার ডাক শুনে হয়েছিল দিশেহারা।


সোনার বাংলা গড়ে তোলা বঙ্গবন্ধুর আশা,
বাংলা মায়ের আঁচলেই স্বপ্নডাঙ্গায় ভাসা ।
           পরাধীনতার শেকল ছিঁড়ে
           স্বাধীন দেশের স্বপ্ন ঘিরে
দেশের জন্যই জেগে উঠে অপার ভালোবাসা।


অত্যাচারী পাক হানাদার শাসনভার চালায়,
বানিজ্য আর শিক্ষা নীতির মূল বৈশিষ্ট্য পালায়।
           আয়করের সকল টাকা
           নিয়ে করতো সবই ফাঁকা
এসব করে বঙ্গবন্ধুর মনে আগুন জ্বালায় ।


ক্ষোভের আগুন জ্বলে উঠে নেতার অন্তর পুড়ে,
নেতার ডাকেই ছড়িয়ে যায় সারাটা দেশ জুড়ে।
           ৭ই মার্চের ভাষণ শুনে
           আমজনতা স্বপ্ন বুনে
এই বাংলার আকাশ পানে বিজয় নিশান উড়ে ।


মহান নেতার কথামতো আন্দোলনটা শুরু,
শত্রু দেখেই ঝাপিয়ে পড়ে শিশু-কিশোর বুড়ো।
           দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
           বিজয় গাঁথার হাল ধরে
নেতার গুণেই হয়ে উঠে বিজয় অর্জন পুরো ।


নেতার ডাকেই মুক্তিযোদ্ধা ঝরায় রক্ত ঘাম,
নেতার গুণেই বুঝাা যায় নেতার আসল দাম।
           নেতার ডাকে ঝাঁপিয়ে পড়ে
           বাংলা মাকে স্বাধীন করে
স্বর্ণাক্ষরেই লিখা থাকবে বঙ্গবন্ধুর নাম ।


=========================@@@
উৎসর্গঃ আমার পরম শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি জনাব মার্শাল ইফতেখার আহমেদ; যাঁর পরামর্শ, উৎসাহ উদ্দীপনায়, স্নেহ- মমতায়, ভালোবাসায় আজকে আমার এ পর্যন্ত আসা।