প্রকৃতির লীলা খেলা বুঝা বড় দায়,
অপরূপ তার রূপে নিত্য শোভা পায়।
মন দিয়ে প্রকৃতিতে কর যদি ধ্যান,
পেয়ে যাবে নাটোরের বনলতা সেন।
প্রকৃতিতে যাই চাও মন দিয়ে খোঁজো,
গাছপালা দেখে নিয়ে ধ্যানে চোখ বুজো।


চারিদিকে চেয়ে দেখো তরুলতা ভাসে,
তার রূপে তরুলতা খিলখিলিয়ে হাসে।
লিকলিকিয়ে বেড়ে উঠে ঊর্ধ্বগামী হয়,
তরুলতা রূপ বিলিয়ে করে মন জয়।
শিশির বিন্দু জমে থাকে নাটোরের ঘাসে,
প্রকৃতিতে মন উদাসী দেখে নিতে আসে।


নাটোরের গাছে আছে মনে গাঁথা ফল,
মালি এসে চারা গাছে দেয় মিঠা জল।
স্বাদে গন্ধে এই ফলে মনের আশা মেটে,
শান্তি আসে নাটোরের আম জাম চেটে।
কতো স্বাদে ভরপুর আরো বহু ফলে,
নাটোরের ফল খাও স্বাদ নিতে হলে।


সারি সারি গাছে ভরা নাটোরের মাটি,
মন ভরে দেখে দেখে পায়ে পায়ে হাঁটি।
মনে চায় থেকে যাই তৃণলতার সাথে,
নিরিবিলি কথা বলি ওদের সাথে রাতে।
গাছে গাছে দেখা যায় সুপারিরা ঝুলে,
সুপারির থোকা দেখে এই মন দোলে।


সারি সারি মিষ্টিঘরে কাঁচাগোল্লা বেশি,
নাটোরের কাঁচাগোল্লা খেয়ে ফুটে হাসি।
গাছ আর তৃণলতা যতো চাও পাবে,
বনলতার দেশে এসে মন ভরে যাবে।
ডাল আলু ভালো হয় ভালো ধান ফলে,
তৃষ্ণায় শান্তি আসে চাপ কলের জলে।